পুরমন্ত্রীর মানবিক মুখ,দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার কাজে গভীর রাতে রাস্তায়


রবিবার,০২/০৯/২০১৮
881

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বাংলা দেখেছে, এশহর দেখেছে মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রীর মানবিক মুখ।বিভিন্ন সময়ে কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে।আবারও দেখল শহর।গভীর রাতে ভিআইপি রোডে। পুরমন্ত্রীর মানবিক মুখ। হজ ফেরত যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে দমদম বিমান বন্দর থেকে ফিরছিলেন আনুমানিক রাত তিনটের সময়। । ভি আই পি রোড দমদম পার্ক এর রাস্তায় সেই সময় বিশাল পথ দুর্ঘটনা ঘটে। । পূর্ণার্থী বোঝাই ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। যাত্রীরা সবাই কমবেশি আহত হন। মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে রাস্তায় নেবে উদ্ধার কাজে হাত লাগান এবং আহত সকলকে হাসপাতালে পাঠানোর ব্যাবস্হা করে বাড়ি ফেরেন।

https://youtu.be/McMcG895w4c

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট