ক্ষমার চোখ নির্বিবাদ


রবিবার,০২/০৯/২০১৮
1588

আপ্পি হ্যান্স---

ক্ষমার চোখ নির্বিবাদ

ক্ষমা করো, এমনকি সময়কে বেঁধে নিলেও
আমার চোখে এভাবেই জেগে থাকে রাত
অথচ অভিযোগ করেনা এত
অভিমান যদি বেশিই থাকে কারো-
ক্ষমা করে দিয়ো, সে নাজুক মন তার
কবিতার মত একবার ভালোবেসে দেখো-
এর বেশি চাইবার কিছু নেই আর
___ক্ষমা করো তবে হে মহৎ হৃদয়!
,
নদীমাতৃক আচরণে যারা হয়ে ওঠে দেবী
দেখিয়ে তো দিয়েছো সেই মুখে মায়ার ছবি;

কখনো সময় হলে দেখে যেয়ো
ব্যক্তিগত বিষাদে জেরবার হয়ে আছি
দাও যদি দৈব ছোঁয়া
তোলপাড় হয়ে যাবে মাটির প্রতিলিপি
থেমে যাবে বিরামহীন জগৎ সংসার
স্বপ্নঘোরে হারিয়ে যাব দীগন্তে
হাত ধরে হেঁটে যাব হৃদয়পুরের নদীপাড়।

মলিনতা মুছে ফেলো, নির্বিবাদ চোখের মায়ায়
ক্ষমা করে দিয়ো অথবা
নব নির্মানে ভালোবেসে দেখো আরেকবার..!

আপ্পি হ্যান্স

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট