কলকাতা: জন্মাষ্টমী উপলক্ষে আগামী তিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে বাগবাজার গৌড়িয় মঠে। তারই সূচনা হল রবিবার। এদিন বিশেষ পুজোপাঠেরর আয়োজন হয়েছিল। জন্মাষ্টমী উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী তাঁর ভাষণে বলেন, উৎসব পালনে বাংলার একটা চিরকালীন ঐতিহ্য রয়েছে। উৎসব মানুষের মেলবন্ধন সৃষ্টি করে, ঐক্য গড়ে তোলে মানু্ষে মানুষে। গৌড়িয় মঠের সেবামূলক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন তিনি। এদিন জন্মাষ্টমী উপলক্ষ্যে বাগবাজার গৌড়িয় মঠে প্রচুর ভক্তের সমাগম ঘটে।
বাগবাজার গৌড়িয় মঠে মহা ধুমধামে জন্মাষ্টমী পালন
সোমবার,০৩/০৯/২০১৮
564

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: