পৃথিবীকে ভাল বাসতে হবে, তাহলে আমরাও বাঁচব: মাইকেল তরুণ


সোমবার,০৩/০৯/২০১৮
704

বিকাশচন্দ্র ঘোষ---

কলকাতা: পৃথিবীকে ভাল বাসতে হবে, তবে আমরাও বাঁচব। আমাদের সকলকেই আমাদের বসুন্ধরাকে রক্ষা করার দ্বায়িত্ব নিতে হবে। রবিবাসরীয় বিকেলে বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে আয়োজিত এক সেমিনারে এমনই আহ্বান জানালেন পরিবেশ আন্দোলনের বিশিষ্ট কর্মী মাইকেল তরুণ। তিনি বলেন, ক্রমশ পৃথিবী দূষিত হয়ে পড়ছে। মানুষ উন্মুক্ত বাতাসটুকু পাচ্ছে না। প্লাস্টিক ব্যাবহার বেড়ে যাওয়ায় দূষণ আরও ভয়ঙ্কর আকার নিচ্ছে। এই প্লাস্টিকের ব্যাবহার বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আর্ট মাদার আর্থ ফাউন্ডেশনের ডিরেক্টর মাইকেল তরুন পৃথিবী রক্ষার আহ্বান নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছেন বিদেশে। মানুষকে একটা বার্তায় দিয়েছেন, রক্ষা করতে হবে আমাদের পৃথিবীকে। তাঁর ডাকে সাড়াও দিয়েছেন অনেকে। দেশে ফিরে পৃথিবীর নামে সৌধ গড়ার উদ্যোগ নিয়েছেন তিনি। রবিবার মাইকেল তরুন বলেন, এই সৌধ হবে পৃথিবীর অন্যতম সেরা আশ্চর্যের জিনিস।যা দেখে মানুষ পৃথিবীর প্রতি আবেগশীল হবেন। পৃথিবী রক্ষায় উদ্যোগী হবেন। সচেতন হবেন সকলে। পৃথিবী নিয়ে একটি গানও এদিনের অনুষ্ঠানে পরিবেশিত হয়।

https://youtu.be/Bxh5KfUfXk0

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট