সুন্দরবনের নদীতে বাজ পড়ে মৃত্যু ২ মৎস্যজীবির,আহত ৪জন


সোমবার,০৩/০৯/২০১৮
615

সুভাষ চন্দ্র দাশ : বাসন্তী ---

সুন্দরবনের নদীতে বাজ পড়ে মৃত্যু হল ২ জন মৎস্যজীবির এবং গুরুতর আহত হয়েছেন আরো চারজন মৎস্যজীবি।মৃত দুই মৎস্যজীবী হলেন সিরাজুল মন্ডল ও আব্দুল ফারাক মন্ডল। বাজপড়ে একই পরিবারে দুই সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের কেঁদোদ্বীপে।আহত চারজন মৎস্যজীবিকে অন্যান্য মৎস্যজীবিরা উদ্ধার করে আহতদের কে বাসন্তী গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে গত প্রায় তিনদিন আগে বাসন্তীর গেঁওয়াখালি গ্রামের ১২জন মৎস্যজীবি দুটি ট্রলারে সুন্দরবনের কেঁদোদ্বীপে ইলিশ মাছ ধরার জন্য রওনা দেয়।ইলিশ মাছ তেমন ভাবে না ধরা পড়লে রবিবার ফিরে আসার উদ্যোগ নেয়। এরই মধ্যে রবিবার সকালে প্রবল ঝড়বৃষ্টি শুরু হলে আচমকা একটি ট্রলারে বাজ পড়ে,তাতেই মৃত্যু হয় একই পরিবারের  সিরাজুল মন্ডল ও আব্দুল ফারাক মন্ডলের।একই পরিবারের দরিদ্র দুই মৎস্যজীবির মৃত্যুতে এলাকায় শোকস্তব্ধ অন্যান্য পরিবার ও

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট