জীবনতলায় নাবালিকার বিয়ে রুখলো প্রশাসন


সোমবার,০৩/০৯/২০১৮
459

বাংলা এক্সপ্রেস ---

এক নাবালিকার বিয়ে হচ্ছে, সকালেই গোপন সুত্রে খবর এসেছিল ক্যানিং চাইল্ড লাইনের কাছে ।খবর পাওয়ার সাথে সাথে চাইল্ড লাইন যোগাযোগ করে জীবনতলা ব্লক আধিকারীক দেবব্রত পালের সাথে। দেবব্রত বাবু জীবনতলা থানাকে নির্দেশদেন চাইল্ড লাইনকে সাথে নিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করার জন্য। জীবনতলা থানার এএসআই প্রসেনজিৎ মুখার্জী ও ক্যানিং চাইল্ড লাইন পৌঁছে যায় জীবনতলা থানার বিবিরাবাদ গ্ৰামে।

স্থানীয় সুত্রে জানা গেছে বছর সতেরোর এক নাবালিকা ঈশ্বরীপুর মর্জিনা বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল জীবনতলা থানার চেলিকাঠি গ্ৰামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী বছর ২২ এর রফিক মোল্লার সাথে।সেই মতো রবিবার সকাল থেকেই চলছিল বিয়ের তোড়জোড় অতিথী আপ্যায়ণ। হঠাৎই বিয়ে বাড়ীর সামনে পুলিশ গাড়ী দাঁড়াতে দেখে ছন্দ পতন ঘটে অনুষ্ঠানে। বিয়ে বাড়ীর অতিথীরা পালিয়ে যাওয়ার জন্য ছুটতে থাকলে তাদের কে আশ্বস্থ করে নাবালক-নাবালিকা বিয়ে দেওয়া আইনত অপরাধ ব্যাপার টা বুঝিয়ে বিয়ে বন্ধ করে প্রশাসন। ছেলে এবং মেয়ে বাড়ীর লোকজন বলেন এমন নিয়ম তাদের জানা ছিল না ফলে এদিন প্রশাসনের কাছ থেকে শোনার পর বিয়ে বন্ধ করে দিয়ে ভুল স্বীকার করেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট