কলকাতা: মোমো ছুটছে! আজ হাওড়ায় তো কাল যাদবপুরে। সর্বত্রই যেন তার বিচরণ! মওকা পেলেই আস্টেপিস্টে চেপে ধরতে যেন তৈরী!মোমোর হাতছানিতে মুঠোফোন (মোবাইল) ধরতেই এখন অনেকের কাছে আতঙ্ক হয়ে উঠেছে।এবার সেই আতঙ্কের শিকার দমদমের এক তথ্যপ্রযুক্তি কর্মী। ঘটনার বিবরণে প্রকাশ, পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী অমিত অধিকারী ,দমদম থানার অন্তর্গত ক্যান্টনমেন্ট এর বাসিন্দা, তার মোবাইল whats app এ গতকাল রাত ৮ টা নাগাদ থেকে বেশ কয়েকটি মেসেজ আসে (+1(402)264-XX72) , খেলার জন্য ,এই ঘটনার পর দমদম থানায় রাতেই যোগাযোগ করা হলে বলা হয় নম্বর টি ব্লক করে দেওয়ার জন্য। কিন্তু কোনো লিখিত অভিযোগ নিতে চায় নি ববলে অভিযোগ।এর পর ওই নম্বর টি ব্লক করলে আর একটি নম্বর থেকে আবার ও মেসেজ আসে। পরে লালবাজার সাইবার শাখার সাথে যোগাযোগ করলে তারা বিষয় টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এই ঘটনার পর পরিবারে মধ্যে আতঙ্কে ছড়িয়েছে।
মোমো এবার দমদমে তথ্যপ্রযুক্তি কর্মীর মুঠোফোনে
সোমবার,০৩/০৯/২০১৮
783

বাংলা এক্সপ্রেস---