দলের হুইপ, পদত্যাগ করলেন রিষড়া পঞ্চায়েতের প্রধান নমিতা ঢালি বর্মন


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
1217

সুমন করাতি---

হুগলি: পঞ্চায়েত গঠনের দু সপ্তাহের মধ্যে পদত্যাগ করলেন রিষড়া পঞ্চায়েতের প্রধান নমিতা ঢালি বর্মন। আজ শ্রীরামপুর-উত্তরপাড়া বিডিও তমাল বরন ডাকুয়ার কাছে গিয়ে তার পদত্যাগ পত্র জমা দেন নমিতা ঢালি। গত ২৩ শে আগস্ট রিষড়া পঞ্চায়েতে বোর্ড গঠন হয়। ভোটাভুটিতে ২০-৮ এ জিতে প্রধান নির্বাচিত হয় নমিতা ঢালি। রিষড়া পঞ্চায়েতে ২৮ টি আসনে ১৯টি টিএমসি,৫টি কংগ্রেস,৩টি বিজেপি ও ১টি সিপিএম পায়। দলের হুইপ অমান্য করে বিরোধী সদস্যদের সমর্থন নিয়ে প্রধান হন নমিতা ঢালি। প্রধান নির্বাচিত হওয়ার পর দলের মধ্যেই চাপে পরে যান তিনি। সূত্রের খবর সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় এটা ভাল ভাবে নেন নি। অবশেষে আজ পদত্যাগ। কারন হিসাবে যদিত প্রধান বলছেন শারীরিক অসুস্থতার জন্য তিনি পদ ছারলেন।

https://youtu.be/Ky-sYKx5eRg

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট