কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রেখেই পুজোর পর আন্দোলনে নামবে সিপিএম


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
684

বিকাশচন্দ্র ঘোষ---

কলকাতা: পুজোর পর গা-ঝাড়া দিয়ে আসরে নামতে চলেছে এরাজ্যের সিপিএম নেতারা। ২০১৯-এর লোকসভা ভোটকে সামনে রেখে বুথে বুথে পৌঁছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। একদিকে কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখা, অন্যদিকে শুধু বাম শক্তিকে হাতিয়ার করেই মাটি উদ্ধারের কৌশল খুঁজছেন আলিমুদ্দিনের ম্যানেজাররা। সূত্রের খবর,৪২টি লোকসভা আসনের মধ্যে শাসক দলকে শক্ত চ্যালেঞ্জ ছোড়া যায় এমন বেশ কয়েকটি আসন বেছে নিয়ে সেই সব কেন্দ্রে বিশেষ নজর দেওয়ার পরিকল্পনাও রয়েছে সিপিএম নেতাদের।

বামফ্রন্টের বাইরের বামপন্থী সিপিআই (এমএল) লিবারেশন মত ছোট ছোট দল গুলিকেও নির্বাচনি জোটে কিভাবে আনা যায় তারও দিশা খুঁজছে সিপিএম।আলিমুদ্দিনের অন্দরের খবর, সেক্ষেত্রে দু’একটি আসন আত্মত্যাগ করতেও রাজি তারা। আবার কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভবনা তৈরী হলে আসন রফার সূত্রও অাগেভাগেই সাজিয়ে রাখতে চায় সিপিএম। পুজোর পরপরই একদিকে মাঠে নেমে নিজেদের জানান দেওয়া অন্যদিকে রনকৌশল তৈরি— এই দুই-ই সুনিপুণ ভাবে সেড়ে ফেলতে চাইছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। শেষপর্যন্ত তাঁদের কৌশল কতটা কার্যকরি রূপ পায় তা সময়ই উত্তর দেবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট