নেশাগ্রস্থদের মূলস্রোতে ফিরিয়ে আনতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সচেতনতা শিবির


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
566

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: নেশাগ্রস্থদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে মঙ্গলবার এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আর সেই মঞ্চ থেকে তাদের লক্ষ্য সফলও হয়। এদিনের মঞ্চ থেকে দুজন নেশাগ্রস্থকে মূল স্রোতে ফেরানো হয়।

পশ্চিম মেদিনীপুর জেলার পালবাড়ী এলাকার বছর পঁত্রিশের যুবক সেখ সিরাজ ছোট্ট বেলা থেকেই ড্রাগের নেশা নিত। বাড়ীতে অশান্তিও রোজ হোত। সাধারন জীবনযাত্রা একদম পছন্দ ছিল না। অপরদিকে কেরানীতলায় বাসিন্দা সেখ মুস্তাক বেশীর ভাগ সময় মদের নেশায় ডুবে থাকত। তবে এবার থেকে তাদেরকে আর এই অস্বাভাবিক জীবনযাত্রার মধ্যে দিন কাটাতে হবে না। কেননা সমাজের মূলস্রোতে ফিরে তারা অঙ্গিকারবদ্ধ যে, আর সাই হোক কোনওরকম নেশায় তার মত্ত হবেনা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার শচীন মক্কর সহ অনান্যরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট