দু’বছর ধরে তার বার্ধক্য ভাতার পেনশনের টাকা অন্য কেউ তুলে নিচ্ছে ?


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
548

সুমন করাতি---

হুগলি: গত দু’বছর ধরে বার্ধক্য ভাতার পেনশানের টাকা পাচ্ছেন বৃদ্ধা,অথচ ব্যাঙ্কে গেলে তাকে বলা হয় টাকা দিয়ে দেওয়া হয়েছে। গত দু’বছর ধরে হন্যে হয়ে রিষড়া পুরসভা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় আজ শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে গিয়ে অভিযোগ জানালেন বৃদ্ধা নাজমা বিবি।

রিষড়া চম্পা রোডের বাসিন্দা নাজমা বিবি তার স্বামী আতাউল্লা খানকে নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানাতে যান। অভিযোগ গত দু’বছর ধরে তার বার্ধক্য ভাতার পেনশনের টাকা কেউ তুলে নিচ্ছে। রিষড়া এলাহাবাদ ব্যাঙ্কে গেলে তাকে বলা হয় টাকা দিয়ে দেওয়া হয়েছে। গত দু’বছরে তার প্রাপ্য ১৬৩০০ টাকা। সেই টাকা পেতে ব্যাঙ্ক পুরসভা ঘুরে এবার বৃদ্ধা মহকুমা শাসকের দ্বারস্থ। ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও রিষড়া এলাহাবাদ ব্যাঙ্কের ম্যানেজার হাঙ্গরু জানান একই নামে দুজন পেনশান হোল্ডার হওয়ায় একটা সমস্যা হয়েছে। বিষয়টি দেখে মেটানোর চেষ্টা করা হবে।

https://youtu.be/AbKq-jS6IIY

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট