পশ্চিম মেদিনীপুর:-আজ ছাত্র সংগঠন DSO এর পক্ষ থেকে সারা ভারত প্রতিবাদ দিবস পালিত হয় । শিক্ষায় UGC কে বাতিল করে HECI & HEFA বিল চালুর বিরুদ্ধে, CBCS এবং SEMESTER বাতিল,প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালু, NMC বিল বাতিল এর দাবিতে জেলার বিভিন্ন শহর গুলিতে এই প্রতিবাদ দিবস পালিত হয়। মেদিনীপুর শহরে এই প্রতিবাদ দিবসে উপিস্থত ছিলেন জেলা সহ সভাপতি সিদ্ধার্থ সংকর ঘাঁটা এবং সম্পাদক মন্ডলীর সদস্য টুম্পা গোস্বামী , বেলদাতে জেলা সম্পাদক ব্রতীন দাস, খড়্গপুরে জেলা সহ সভাপতি সুরজিৎ সামন্ত এবং কোষাধ্যক্ষ মধুমিতা ভুঁইয়া, ঝাড়গ্রামে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি । এই প্রতিবাদ দিবসে জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন UGC কে বাতিল করে উচ্চশিক্ষায় HECI এবং HEFA বিল আনার মধ্য দিয়ে শিক্ষার চূড়ান্ত সর্বনাশ ঘটানোর ষড়যন্ত্র তৈরী হচ্ছে এর বিরুদ্ধে আমরা ছাত্র সংগঠন DSO এর পক্ষ থেকে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলব ।