হাসপাতাল থেকে রোগী নিখোঁজ ও পরে হসপিটালের শৌচাগার থেকে উদ্ধার নিখোঁজের মৃতদেহ


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
494

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: হাসপাতাল থেকে রোগী নিখোঁজ ও পরে হসপিটালের শৌচাগার থেকে উদ্ধার নিখোঁজের মৃতদেহ। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা উত্তর হাওড়ার টি এল জয়সোয়াল হসপিটালে। অভিযোগ বেলুড় রাজেশেঠ লেনের বাসিন্দা সুখেন দাস 30 বছরের এক যুবক সোমবার সকাল 11 টার সময় জোর ও অন্য শরীর খারাপ নিয়ে ভর্তি হয়। হসপিটালের পুরুষ বিভাগে আট নাম্বার বেডে ভর্তি কোরে পরিবারের লোকেরা. সন্ধ্যায় রোগী কে দেখতে এসে সুখেন কে খুঁজে না পেয়ে হসপিটালে কর্তব্য রাত চিকিৎসকে বিষয়টি জানায়। এরপর হসপিটালের পক্ষ থেকে বেলুড় থানায় বিষয়টি জানায়. দীর্ঘক্ষণ খোজ খুজির পর প্রায় চার ঘন্টা পর হসপিটালের শৌচাগার থেকে উদ্ধার হয় সুখেনের মৃতদেহ।

সেলাইন বোতল ও স্ট্যান্ড সমেত পরে ছিল শৌচাগারে।এরপরই রোগীর আত্মীয়রা রাতে বিক্ষোভ দেখতে শুরু কোরে হসপিটালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলুড় থানার পুলিশ। হসপিটালের বিরুধ্যে রোগীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ কোরে পরিবারের লোকেরা। ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। কী ভাবে কর্তব্যরত নার্স ও চিকিৎসকের চোখ এরিয়া সেলাইন বোতল ও স্ট্যান্ড নিয়ে শৌচাগারে গেলো রোগী তা খতিয়ে দেখা হচ্ছে।

https://youtu.be/KPWLNJ37Eug

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট