পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে প্রশাসনিক সভা


মঙ্গলবার,০৪/০৯/২০১৮
651

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে প্রশাসনিক সভা হলো মহা সমারহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী সাধন পান্ডে মহাশয় । এছাড়া জেলার একাধিক বিধায়ক, সরকারি আধিকারিক দের  অংশগ্রহণ  ছিল চোখে পরার মতো ।

অনুষ্ঠানের সার্বিক সফলতা আসে আগত স্বনির্ভর গোষ্টির মহিলা সদস্য ও স্বনিযুক্ত যুবদের সক্রিয় সহযোগিতায়। এদিন স্বনির্ভর গোষ্ঠী দের জন্য ঘোষনা করা হয়,  ২% সুদের হারে ১লক্ষ ২৫ হাজার টাকা , প্রিমিয়াম ছাড়া বীমা যোজনা, ট্রেনিং সেন্টার এবং ট্রেনিং । উপস্থিত সাধন পান্ডে মহাশয় বলেন মুক্তধারা প্রকল্পে  ১১ টি জেলায় কাজ চলছে, নতুন করে এই প্রকল্পে কাজ করার জন্য  অনুমতি পেয়েছে ১১ টি জেলার ৩৮টি মহকুমা, ১৩০০ টি পঞ্চায়েত। স্বাভাবিক ভাবে সরকারি এমন একটি প্রকল্পে  নদিয়া জেলার নাম থাকায়  খুশি নদীয়া জেলা বাসি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট