মাঝেরহাট ব্রিজের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে, সকালে পরিদর্শনে রূপা


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
713

বিকাশচন্দ্র ঘোষ------

কলকাতা: ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনও চলছে। যদি কেউ ধ্বংসাবশেষের মধ্যে আটকে থাকে সে দিকে সতর্ক নজর রয়েছে উদ্ধারকারিদের। মঙ্গলবার দুর্ঘটনা ঘটার পর থেকে উদ্ধারকার্যে দমকল, বিপর্যয় মোকাবিলা দল, পুলিশের সঙ্গে অংশ নেয় সেনাবাহিনীর বিশেষ টিমও। সারারাত ধরে চলে উদ্ধারকার্য।রাত দশটা নাগাদ দুর্ঘটনায় ধ্বংসস্তুপে আটকে পড়া মিনিবাস সহ অন্যান্য গাড়ি ও বাইকগুলিকে দুমড়ানে-মুচড়ানো অবস্থায় উপরে তুলে আনা শুরু হয়েছিল।আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয়েছিল হাসপাতালে।

এদিন সকাল থেকে ভেঙে পড়া ব্রিজের বড় বড় লোহার বিম, কংক্রিটের ঢালাই কেটে কেটে ক্রেনের সাহায্যে উপরে তুলে আনার কাজ শুরু হয়। সম্পূর্ণ ধ্বংসাবশেষ তোলা হয়ে গেলে বোঝা যাবে আর কেউ সেখানে আটকে পড়ে আছে কিনা। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিঁখোজ রয়েছেন বলে জানাগিয়েছে। তাঁদের আত্মীয় পরিজনেরা এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে খুঁজে চলেছেন। দুর্ঘটনাস্থলেও রয়েছেন বহু উদ্বিগ্ন মানুষ। রাজ্যের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে রয়েছেন।সারারাত দুর্ঘটনাস্থলে থেকে উদাধারকার্যে তদারকি করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার সহ শীর্ষ আধিকারিকরা। এদিকে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। ক্ষোভ উগরে দেন রাজ্য প্রশাসনের দিকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট