তালদিঘী মাদ্রাসায় পালিত হল জাতীয় শিক্ষক দিবস


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
551

নিজস্ব সংবাদদাতা,ভাঙড়:---

ভাঙরের মাধবপুরএর তালদিঘী গ্রামের আইডিয়াল ইসলামিক এডুকেশন সেন্টারে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আড়ম্বরে পালিত হল জাতীয় শিক্ষক দিবস। পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামিগান,শিক্ষক সংবর্ধনা ও বক্তৃতার মাধ্যমে দিনটি পালিত হয়। ছাত্রদের মাধ্যমে ক্লাস পরিচালনা প্রোগ্রামটিকে মনোমুগ্ধ করে তোলে। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ,মাওলানা হাবিবুল্লা সাহেব শিক্ষার গুরুত্ব,শিক্ষকের মর্যাদা,শিক্ষাদানে শিক্ষকের ভুমিকা ও ছাত্র-শিক্ষকের সম্পর্ক নিয়ে জ্ঞানগর্ভপূর্ণ আলোচনা করেন।

মাওলানা কামরুজ্জামান সাহেব জাতীয় শিক্ষকদিবস কই ও কেন?ভারতীয় সাংস্কৃতির সঙ্গে এর সম্পর্কের উপর আলোকপাত করেন। বিশিষ্ট সমাজসেবী আলহজ্জ সাজাহান গাইন যারপরাণই আভিভূত হয়ে ছাত্র-ছাত্রীও মাদ্রাসার কল্যাণ কামনা করতঃ শিক্ষক শিক্ষীকাদের ভূয়সী প্রসংসা করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি ডাঃ হাবিবুল্লা সাহেব,সহিদুল লস্কর শিক্ষিকা মুসলিমা বিবি,আরমিনা খাতুন, মনোয়ারা খাতুন, সেখ ইসহাক, সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী।ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত ক্লাসে প্রথম স্থান অধিকারিদের পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট