টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া বলি,বেলুড় সহ একাধিক জায়গায়


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
542

আক্তরুল খাঁন, হাওড়া---

মঙ্গলবার কয়েকঘন্টার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়ার পৌরনিগমের বিভিন্ন এলাকা। হাওড়া বেলুড় রেল আন্ডারপাসে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। জয়সওয়াল হাসপাতালে কিছুটা অংশ জলমগ্ন হয়ে পড়ে। বালির হাজরা পাড়া লেন,পাঠকপাড়া,ধর্মতলা রোড,বেলিলিয়াস রোড়, কদমতলা সহ হাওড়া একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়ে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

মঙ্গলবার রাত অবধি জল নামেনি বুধবার দুপুর পর্যন্ত বেশ কিছু জায়গায় জল দেখতে পাওয়া গেছে। ফলে এলাকার বাসিন্দা থেকে পথ চলতি সাধারন মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। কারো ঘরে জল ঢুকে গিয়ে কিছু মালপত্র নষ্ট হয়ে গিয়েছে। এখন শুধু জল নামার আশায় রয়েছেন এলাকার মানুষ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট