রাস্তার বেহাল দশা,সংস্কার করা হচ্ছেনা চলাচল দুর্ভোগ


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
510

আক্তরুল খাঁন---

হাওড়া: হাওড়া আমতা আনুলিয়া গার্লস স্কুলের কাছ থেকে পশ্চিম দিকে চলে গেছে খোশালপুর ও কাঁসরা যাবার রাস্তা। সংস্কারহীন রাস্তাটি পড়ে থাকার পরও সরকার সংস্কার করার উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি একেবারে ভগ্ন দশা হয়ে পড়ে আছে। আজ থেকে অনেক বছর আগে প্রধানমন্ত্রী সড়ক যোযনা রাস্তাটি তৈরি করা হয়েছিল তারপর থেকে আজ পর্যন্ত রাস্তাটি সংস্কার করার প্রয়োজন মনে করেনি সরকার। এই রাস্তা দিয়ে কাঁসরা,খোশালপুর, কাষ্ঠসাংড়া গ্রামের কয়েকশো মানুষ নিত্যদিন যাতায়াত করে এই রাস্তা দিয়ে। মূলত এই রাস্তা দিয়ে যেতে হয় খোশালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও বাজারে তা ছাড়া দুটি বয়েজ স্কুল ও একটি গার্লস স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। সংস্কার না করায় রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়ে খানাখন্দে ভরা বর্ষার হলে গর্তে জল জমে যায়।যার কারণে সাইকেল মোটর বাইক চালানো খুব কষ্টকর হয় উঠেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট