মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মেট্রো রেলের কাজকেই দুষলেন মমতা


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
555

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মাঝেরহাট ব্রীজ ভেঙে পড়ার জন্য মেট্রো রেলের কাজকেই দূষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মৃত্যু দু্র্ভাগ্যজনক। তবে ৫৪বছরের পুরন ব্রীজ ভেঙে পড়লেও বড় দু্র্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে ঈশ্বরের কাছে দোয়া মেনেছেন মুখ্যমন্ত্রী।

মৃত্যুর বিকল্প টাকা হয় না।মাঝেরহাট ব্রীজ দু্র্ঘটনায় মৃত সৌমেন বাগের পরিবারের প্রতি এভাবেই সমবেদনা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের।মৃতের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি উদ্ধারকাজে সাহায্যের জন্য এলাকাবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবারের পর বুধবার অারো একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানান মমতা।
বৃহস্পতিবার নবান্নে একটি জরুরি বৈঠকে বসতে চলেছেন মমতা। কেন ব্রীজ ভাঙল তার চুলচেরা বিশ্লেষন করতে বৈঠকে বসলেও মেট্রোর কাজ ও যে এই দুর্ঘটনার জন্য কিছু অংশে দায়ী তাও দু্ঘটনাগ্রস্ত ব্রীজ ঘুরে দেখে বলেন মুখ্যমন্ত্রী।

ব্রীজ মেরামতির জন্য সময় লাগবে।তাই এলাকাবাসীর সহযোগিতা ও দাবি করেন মমতা।গার্ডেনরিচের ব্রিজ হয়ে যাওয়ায় দু্র্ঘটনা এড়াতে ভাড়ি গাড়ি ওপর দিয়ে এবং ছোট গাড়ি নীচ দিয়ে যাওয়ার ও নির্দেশ দেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট