পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অন্যতম সংযোজন “সাফল্য”


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
415

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:– জঙ্গল মহলে পুলিশ প্রশাসনের সঙ্গে জনসাধারনের সম্পর্ক নিবিড় করতে একাধিক পুলিশ কমিউনিটিং ছিলই ৷ সেই কর্মসুচীর অঙ্গ হিসেবে এবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অন্যতম সংযোজন “সাফল্য”৷জঙ্গলমহলের চাঁদড়াতে স্থানীয় যুবক যুবতীদের সরকারী চাকরিমুখী প্রশিক্ষন দিতে এই প্রশিক্ষন শিবির খোলা হল ৷ যেখানে চাকরী প্রার্থীদের প্রশিক্ষন দেবেন পুলিশ কর্তারা ছাড়াও বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকগণ ৷পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত চাঁদড়া পুলিশ ক্যাম্পে ৪৮ জন স্থানীয় যুবকদের নিয়ে পথ চলা শুরু হল সাফল্য এর ।

উপস্থিত এক যুবক সেখ রাজেশ বলেন “ আমি একেবারে প্রত্যান্ত গ্রাম্য এলাকার কৃষক পরিবারের ছেলে ৷ কলকাতা বা কোনো শহরের বড়ো প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষন নেওয়ার ক্ষমতা আমার নেই ৷ পুলিশের এই উদ্যোগ তাই আমার অনেক উপকারে লাগবে ৷আমার মতো অনেকেই উপকৃত হবে ৷” প্রথমদিন এই যুবকদের শিক্ষক হিসেবে পুলিশ সুপার অলোক রাজোরিয়া অনেকটাই শিক্ষা দিয়েছেন ৷ সাহস যোগান হতাশ জঙ্গলমহলের যুবকের ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট