বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছে ভারী নিন্নচাপ


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
1113

বাংলা এক্সপ্রেস---

এই নিন্নচাপের জেরে সারাদিন ধরে বৃষ্টি চলছে সমুদ্রতট অঞ্চলে। আবহাওয়া দপ্তর সুত্রের খবর এই নিন্ন চাপ কিছুক্ষণ এর মধ্য দিঘা সন্নিহিত উপকুল অতিক্রম করবে। যার জেরে বইবে ঝোড়ো হাওয়া, উত্তাল হবে সমুদ্র। সুত্রের খবর আজ বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন জুরে আকাশ আজ মেঘলা ছিল।ঝোড়ো হাওয়া বইছিল। কলকাতা সহ বিভিন্ন যায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়া ঝাড়্গ্রাম,বাকুড়া এলাকাজুড়ে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকুলবর্তী নিন্নচাপের জেরে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট