দীর্ঘ দিন ধরে তিনি ভারতীয় দলে খেলেছেন! ভারতীয় পেসারদের মধ্য অন্যতম তিনি। ঠিক ১৩ বছর আগে প্রথমবার তাকে ভারতীয় দলে জার্সি গায়ে প্রথম দেখা গিয়েছিল। নিজের টুইটার আ্যকাউন্টে বা হাতি এই পেসার নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষনা করেছিলেন। নিজের অবসর পত্রের ছবিও তিনি পোস্ট করেন।তিনি এদিন জানান আজকে আমার বুটজোড়া তুলে রাখলাম। আমার সুদীর্ঘ যাত্রাপথ যারা আমাকে সাহায্য করেছেন প্রত্যককে ধন্যবাদ জানাচ্ছি! আবেগময় ভাষা ফুটে উঠল তার স্বরে।মাত্র ৩২ বছর বয়সে ২২ গজকে বিদায় জানালেন এই ক্রিকেটার।
অবসর নিলেন জাতীয়দলের ক্রিকেটার রুদ্রপ্রতাপ সিংহ
বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
431

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: