শিকসা লারনিং ফাউন্ডেশন,সংস্থাটি সম্পূর্ণভাবে জালি সংস্থা নয় বলে জানালেন সংস্থার কর্ণধার


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
475

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:-

খড়্গপুরের শিকসা লারনিং ফাউন্ডেশন এর পক্ষ থেকে ছেলেদেরকে স্কুলে স্কুলে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করা হয়েছিল সেই সংস্থা জালি বলে প্রকাশিত হওয়ার পর বহুদিন বাবদ বন্ধ রয়েছে । বৃহস্পতিবার বেলদার একটি গেস্ট হাউসে সংস্থার কর্ণধার ও কর্মীবৃন্দ দের কে নিয়ে আবার পুনরায় একটি আলোচনা আয়োজন করা হয় । সূত্রের খবর এই সংস্থা আবার পুনরায় বিভিন্ন স্কুলে শিক্ষার্থী শিক্ষকদের নিয়োগ করবে ।সংস্থার সামান্য কিছু রুটি হয়তো ছিল ,কিন্তু সংস্থাটির সম্পূর্ণভাবে জালি সংস্থা নয় বলে জানালেন সংস্থার কর্ণধার ।তবে যেই কারণে হোক না কেন তবে সেই ভুল ত্রুটি গুলিকে সংশোধন করে আমরা আবার পুনরায় সংস্থাটিকে চালু করতে চলেছি ।যদিও সংস্থার ভবিষ্যৎ কি রয়েছে তা চালু না হওয়া পর্যন্ত চিন্তায় রয়েছেন শিক্ষার্থী শিক্ষকরা ।এখন প্রশ্ন উঠেছে তবে মিডিয়াতে সম্প্রচারিত খবরটি কি ভুল ছিল ?নাকি সংস্থা তাদের সত্যিকারে নিজের ভুল ক্রুটি গুলিকে সংশোধন করে পুনরায় আত্মপ্রকাশ করতে চলেছে তার দিকে তাকিয়ে সংস্থার শিক্ষার্থী শিক্ষকেরা এবং সেই সঙ্গে এলাকাবাসীরাও ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট