পশ্চিম মেদিনীপুর:-
ঝুঁকির যাত্রা, আর এই ঝুঁকির যাত্রা তে মির্মান্তিক মৃত্যু হল এক কলেজ ছাত্রের। ঘটনাস্থল গোয়ালতোড় থানার মৌলাড়া তে। মৃত ওই কলেজ ছাত্রের নাম স্বপন দাস (১৮) বাড়ি গোয়ালতোড়ের সারবোতে। মৃত স্বপন গড়বেতা কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ওই ছাত্র আজ কলেজে গিয়েছিল। কলেজ শেষ করে আমলাশুলি বাঁকুড়া রুটের জয় বাবা ক্ষেত্রপাল নামের একটি বাসের ছাদে উঠে বাড়ি ফিরে আসার জন্য। আসার পথে মৌলাড়াতে বাসের ছাদ থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Auto Amazon Links: No products found.