মগড়ার বিশপাড়া কলাবাগান এলাকায় ক্লাস সিক্সের এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
587

সুমন করাতিঃ হুগলী---

মগড়ার বিশপাড়া কলাবাগান এলাকায় ক্লাস সিক্সের এক ছাত্রীকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা।অভিযুক্ত চন্দন দাসকে গ্রেফতার করেছে মগড়া থানার পুলিশ।ছাত্রী গতকাল বিকেলে ছোটো বোনকে নিয়ে কেক কিনতে যায়।বাড়ি ফেরার সময় প্রতিবেশি চন্দন দাস তাকে ডাকে।

ছোটো বোনকে বিস্কুট দিয়ে ঘরে বাইরে রেখে ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে।ছাত্রী চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে।কাউকে জানালে মেরে ফেলবে বলে হুমকি দেয় অভিযুক্ত।ছাত্রী রাতে তার মাকে জানালে অভিযুক্তর বাড়িতে চরাও হয় এলাকার বাসিন্দারা।পুলিশ গিয়ে পেশায় রাজ মিস্ত্রি চন্দন দাসকে গ্রেফতার করে।আজ তাকে চু্ঁচুড়া আদালতে তোলা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট