চুঁচুড়া পল্লীশ্রীতে ঘরের মধ্যে থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার


বৃহস্পতিবার,০৬/০৯/২০১৮
555

সুমন করাতিঃ হুগলী---

চুঁচুড়া পল্লীশ্রীতে ঘরের মধ্যে পচাগলা মৃতদেহ।হোটেলে সেফ এর কাজ করত কুনাল সরকার।তারই মৃতদেহ পরে রয়েছে ঘরে। ঠিক কতদিন আগে মারা গেছে বোঝা না গেলেও।মৃতদেহ দেখে পুলিশের অনুমান মাস খানেক আগে মৃত্যু হয়েছে।অসুস্থ হয়ে নাকি অন্য কোনো ভাবে মৃত্যু স্পস্ট নয়।কুনালের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

গত জানুয়ারী মাসে শেষ স্ত্রীর সঙ্গে দেখা হয়।মামলার ডেট পরলেও হাজিরা দিত না কুনাল।দেবিকার সঙ্গে কুনাল তাজ হোটেল এক সঙ্গে চাকরি করত।পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়।দুজনের মিউচুয়াল সেপারেশান হয়ে যায় আগেই।আইনত বিচ্ছেদের মামলা চলছিল।আজ দেবিকা কুনালের খোঁজে আসে।বাড়ির দরজা বন্ধ ছিল।ভিতরে ঢুকে পচা গন্ধ পায়।চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট