ইটাহারের বিকাশ মজুমদার হত্যাকান্ডের মূল অভিযুক্ত সহ সবাইকে গ্রেফতার করা হয়েছে,- পুলিশ সুপার


শুক্রবার,০৭/০৯/২০১৮
459

বাংলা এক্সপ্রেস---

উত্তর দিনাজপুর:- ইটাহারের বিকাশ মজুমদার হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত সহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার কালিয়াগঞ্জ থানায় এক সাক্ষাৎকারে এই কথা বলেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার সুমিত কুমার। তিনি বলেন জলপাইগুড়ির ডাবগ্রাম এলাকা থেকেই  এই হত্যার ঘটনার সাথে যুক্ত মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। ধৃত দুইয়ের নাম সুবীর স্বর্ণকার ও প্রদীপ দেবনাথ।  প্রদীপ দেবনাথ খুনে ব্যবহৃত গাড়ির চালক বলে জানা গেছে। তার বাড়ি রায়গঞ্জের উদয়পুর এলাকায়। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

বিকাশ মজুমদার খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা তৃণমূল সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য অভিযোগ তুলেছিলেন, এই খুনের পেছনে বিজেপির হাত রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বিকাশবাবু।বিজেপির যুব মোর্চার নেতা সুবীর স্বর্ণকার গ্রেপ্তার হওয়ায় বিজেপির বক্তব্য সুবীর স্বর্নকারকে জোর করে ফাঁসানো হল। পুলিশ সুপার সুমিত কুমার বলেন উত্তর দিনাজপুর জেলায় যাতে কোনভাবেই দুষ্কৃতীরা যাতে পর পেয়ে না যায় তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট