কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভেঙ্গে যাওয়ার অসুবিধায় পড়েছেন বেহালা ও দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা, বজবজ সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন। শহরে ঢোকার প্রবেশদ্বার বন্ধ হয়ে গিয়েছে। এখন বহু মানুষ নিউ গড়িয়া থেকে কবি সুভাষ মেট্রো ধরে শহরে আসছেন।কিন্তু শনি ও রবিবার মেট্রো কম থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে যাত্রীদের। তাদের কথা ভেবে শনি এবং রবিবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে তারা প্রয়োজনে এই সুবিধা নিতে পারবেন।
দক্ষিণের যাত্রীদের কথা ভেবে শনি-রবি অতিরিক্ত মেট্রো
শুক্রবার,০৭/০৯/২০১৮
573
বাংলা এক্সপ্রেস---