ডোমজুড়ে ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও-৪


শুক্রবার,০৭/০৯/২০১৮
514

আক্তরুল খাঁন ---

হাওড়া: হাওড়ার ডোমজুড়ে গত ২৯ শে আগষ্ট ব‍্যাঙ্ক কর্মী পার্থ চক্রবর্তী খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেখ শামসুদ্দিন ও বাবা মুনসুর আলীকে গ্রেফতার করার পর। পরিবারের আরও চার জনকে গ্রেফতার করল পুলিশ। শামসুদ্দিন ও তার বাবাকে নিয়ে গিয়ে ঘটনার পুননির্মাণের পর বাকি চার জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতরা হলেন শামসুদ্দিনের স্ত্রী রেজিনা বেগম,মা জয়মুন্নেসা বিবি, দাদা সেখ জসিম উদ্দিন ও বৌদি রাবিয়া বেগম। পুলিশ সূত্রে জানাগেছে, খুনের ঘটনার জানান সত্বেও সবাই তা চেপে রাখে ও প্রমাণ লোপাট করতে সবাই মিলে শামসুদ্দিনকে সাহায্য করেছে।এই অভিযোগে ওই চার জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের হাওড়া তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রে খবর, মৃতদেহ টুকরো করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার পর।ঘরের ভিতরে রক্তের দাগ মেটাতে ভালো করে শ‍্যাম্পু দিয়ে ঘর ধোবার পর ফিনাইল দিয়ে পরিস্কার করে ছিল মূল অভিযুক্ত শামসুদ্দিনের স্ত্রী রেজিনা,মা জয়মুন্নেসা ও তার বৌদি রাবিয়া বেগম।বিরলতম এই খুনের ঘটনায় ধরা পড়ার পর শামসুদ্দিনের বাড়ির সামনে পুলিশকে দেখে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ ও প্রতিবেশীরা।তারা দাবি করেন পরিবারের সবাই এই খুনের সঙ্গে জড়িত এবং তারা শামসুদ্দিনকে সাহায্য করেছে। অবশেষে খুনের ন’দিনের মাথায় পরিবারের সকলেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাগিয়েছে নিরাপত্তার স্বার্থে তালাবন্ধ বাড়িতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রথম দিন থেকেই।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট