শালিকের প্রাণ বাঁচিয়ে পরিবেশ বান্ধব মেডেল পেল সবংয়ের মশাগ্রাম শিবানন্দ বিদ্যাপীঠের ছাত্রী


শুক্রবার,০৭/০৯/২০১৮
413

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:– সকালে উঠে বাগানের বেড়ার জালে একটি শালিককে ছটফট করতে দেখেই মনটা উচাটন করে উঠেছিল সদ্য কৈশোরে পা দেওয়া মৌমিতার। অনেক কষ্টে জাল ছাড়িয়ে পাখিটিকে মুক্তি দিয়ে খোলা আকাশে উড়িয়ে মনে এসেছিল একরাশ তৃপ্তি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই অবাক করা কান্ড ঘটে গেল। নিরীহ প্রাণীটির প্রাণ বাঁচানোয় রীতিমত আনুষ্ঠানিক ভাবে তাঁকে পরিয়ে দেওয়া হল মেডেল। তাও আবার প্রার্থনার সময় হলভর্তিছাত্রছাত্রীদের সামনে।সৌজন্যে সবংয়ের মশাগ্রাম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তনু অধিকারী।

পরিবেশ বাঁচাতে স্কুলের শিশুদের মধ্যেই চালিয়ে যাচ্ছেন নিরলস সচেতনতার প্রচার। সবুজ পৃথিবী বাঁচিয়ে রাখতে গেলে চাই পশু-পাখীদের সংরক্ষণ। এই প্রচারেই মিলেছে সুফল।পড়াশোনার পাশাপাশি এই স্কুলে দেওয়া হয় প্রকৃতি প্রেমের পাঠ। তিনিই স্কুলের মধ্যে শুরু করেছেন ছাত্রছাত্রীদের জন্য ‘পরিবেশ বান্ধব’ পুরস্কার প্রদানের রীতি। এর সুফল‌ও মিলছে হাতেনাতে।এলাকায় আগে যে কোন‌ও বিষধর সাপ দেখা গেলে মেরে ফেলাই রীতি ছিল। এখন না মের বনদফতরের সঙ্গে যোগাযোগ করেন এলাকার মানুষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট