পুজোর আগে বন্ধ হয়ে গেল বালি পালপাড়া নিশিন্দা অঞ্চলের গিরিরাজ গ্লাস ইন্ডাস্ট্রি কারখানা


শনিবার,০৮/০৯/২০১৮
427

বাংলা এক্সপ্রেস ---

পুজোর আগে বন্ধ হয়ে গেল বালি পালপাড়া নিশিন্দা অঞ্চলের গিরিরাজ গ্লাস ইন্ডাস্ট্রি কারখানা। এখানে মূলত কাচের বোতল, শিশি তৈরি হয়। কারখানা বন্ধের জেরে কর্মহীন হয়ে পড়লেন এখানকার কয়েকশ শ্রমিক। শনিবার সকালে কাজে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ হাতে পায় শ্রমিকরা। সে সময় মর্নিং শিফটে কাজ হচ্ছিল। মালিকের সই করা কারখানা বন্ধের চিঠি শ্রমিকদের হাতে ধরিয়ে দেন সেখানকার ইউনিয়ন সেক্রেটারি।

ওই চিঠি পেয়েই বিক্ষোভে ফেটে পড়ে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। কারখানা খোলার দাবিতে বিক্ষোভ চলছে। সেখানকার শ্রমিকদের দাবি কারখানা লাভে চলছিল। তা সত্বেও কারখানা বন্ধ করে দেওয়া হল। শুক্রবারেও এখানে নাইট শিফট এ ১০টা থেকে ৬টা পর্যন্ত শ্রমিকরা ডিউটি দিয়েছেন। তখন মালিক বা ম্যানেজার কেউ ছিলেন না। শনিবার সকালে ৬টা থেকে ২টা শিফটে যখন কাজ চলছে তখন মালিকের সই করা চিঠি হাতে ধরিয়ে কিভাবে চালু কারখানা বন্ধ করে দেওয়া হল সেই প্রশ্ন উঠে গিয়েছে। সামনেই বিশ্বকর্মা পুজো। তারপর শারদোৎসব। মালিকের এই সিদ্ধান্তে সেই আনন্দ ফিকে হয়ে গেল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট