গরীবপুরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধার


শনিবার,০৮/০৯/২০১৮
539

বাংলা এক্সপ্রেস ---

ডোমকলঃ- বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকল থানার মধ্য গরীবপুর খেয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় শনিবার ভোর থেকে একে একে নিখোঁজ ৩জনের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলার টিম।  বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ খেয়া ঘাটের নৌকা পারাপারের সময় যাত্রীবাহী নৌকা নদীতে ডুবে যায়। তারপর থেকে স্থানীয়রা এবং জেলার পুলিস প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়ে প্রায় বেশিরভাগ যাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। কিন্তু ৩জনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর শুক্রবার খুব ভোর থেকে কৃষ্ণনগর ও ব্যারাকপুর থেকে বিপর্যয় মোকাবিলার টিম এসে ৪টি স্পিডবোর্ড নিয়ে ভৌরব নদীতে তল্লাশি চালিয়ে যায়।

জেলার পুলিস সুপার মুকেশ কুমার ও জেলাশাসক পি উলগানাথন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যের তদারকি শুরু করেন। শুক্রবার সারাদিন তল্লাশি চালিয়েও কোন দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার খুব ভোরে বিপর্যয় মোকাবিলার টিম ঘটনাস্থল থেকে প্রায় ৩কিমি দূর থেকে নিখোঁজ হওয়া জহুরা বিবি(৪০) এর দেহ উদ্ধার করে। তার থেকেও আরও কিছু জহুরা বিবির মেয়ে উম্মা সালমার মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার বেলা ৮টা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় ৮কিমি দূরে নিখোঁজ হওয়া এক বছরের শিশু আলমিন মন্ডলের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ গুলি একে একে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। প্রশাসন সূত্রে জানা গিয়েছে তাদের কাছে নৌকাডুবির নিখোঁজের আর কোন তালিকা নেই। মর্মান্তিক ভয়াবহ নৌকাডুবিতে ৩জনের মৃত্যুতে ডোমকল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট