২০ চাকার গাড়ি রাজ্যে ঢোকা বন্ধ করছে প্রশাসন


শনিবার,০৮/০৯/২০১৮
656

বিকাশচন্দ্র ঘোষ---

কলকাতা: ২০ চাকা গাড়ির ওপর কঠোর ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে কুড়ি চাকার গাড়ি যাতে আর না ঢোকে সেই পথেই হাঁটতে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শনিবার এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় নবান্নে। বৈঠক শেষে একথা জানান কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। বৈঠকে রাজীব কুমার ছাড়াও ছিলেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। এদিনের বৈঠকে আরও সিদ্ধান্ত হয় শহরে চারটি ব্রিজ দিয়ে মালবাহী গাড়ি যাবে না। ব্রিজগুলিকে চিহ্নিত করা হয়েছে। এই নির্দেশের কথাও জানালেন পুলিশ কমিশনার রাজীব কুমার। ব্রিজগুলি হল অরবিন্দ সেতু, বেলগাছিয়া সেতু, বিজন সেতু, টালিগঞ্জ ব্রিজ। তিনি ববলেন, এই চারটি সেতুতে কোনো ভাবেই পণ্যবাহী গাড়ি ওঠা যাবে না। ব্রিজ গুলি সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যে আর কোনো ২০ চাকার গাড়ি ঢুকতে দেওয়া হবে না।

https://youtu.be/4iMgt23ipHU

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট