ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে


শনিবার,০৮/০৯/২০১৮
611

বাংলা এক্সপ্রেস---

ডোমকলঃ- ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার মধ্যগরীবপুর খেয়া ঘাটে। মধ্যগরীবপুর ঘাটের ভৌরব নদীতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ খেয়া ঘাটের নৌকা পারাপারের সময় যাত্রীবাহী নৌকা নদীতে ডুবে যায়। সূত্রের খবর এদিন প্রায় ৮০জন যাত্রী নিয়ে নৌকাটি পারাপার করছিল। স্থানীয়রা জানিয়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা ছাড়ার কিছুটা পরেই কিছু দূরে গিয়ে নৌকাটি জলে ডুবে যায়। উল্লেখ্য বুধবার রাত্রে হরিহরপাড়ায় মোটর বাইক ও টোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল জাহান মন্ডল(৩৫) নামে এক ব্যাক্তির আহত ছিল আরও ৬জন। বৃহস্পতিবার বিকেলে মৃত জাহান মন্ডলকে কবরস্থ করার জন্য স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়েছিল। মৃতদেহ কবরস্থ করে ফেরার সময় একসাথে প্রচুর লোক খেয়া পারাপারের নৌকাতে উঠে পড়ে। আর তাতেই ঘটে যত বিপত্তি। অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলেই নৌকাটি ছাড়ার কয়েক মহুর্তের মধ্যেই জলে তলিয়ে যায়।

উদ্ধার কার্যে ৪টি স্পিডবোর্ড নামানো হয়েছে। শুক্রবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলার টিম দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু করেছে। 

https://youtu.be/XICsR2L_2dU

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট