এক শতাব্দীর ফুটবল জগতে তার আধিপত্য ছিল। ফুটবল জগতে মারাদোনা এক অবিস্মরণীয় নাম। ফুটবলার হিসাবে তাকে গোটা বিশ্বজানে। শুধু তাই নয় তিনি হলেন ফুটবলের রাজপুত্র। সুত্রের খবর মেক্সিকো দ্বিতীয় ডিভিশন ফুটবল ক্লাবে কোচিং করাবেন তিনি। ইতিমধ্যে তিনি বেলারুস ডায়নামোর প্রেসিডেন্ট পদে যোগ দিয়েছেন তিনি। সুতারাং বলা যায় আবার ফুটবল মাঠে দেখা যাবে এই তারকা ফুটবলার কে। সব মিলিয়ে নতুন চমক দিতে চলেছেন তিনি ফুটবল দুনিয়াকে।
ফের ফুটবল কোচিং ফিরতে চলেছেন দিয়াগো মারাদোনা
শনিবার,০৮/০৯/২০১৮
475

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: