মাঝেরহাট ব্রিজ বিপর্যয় বিপাকে ১০ ও ২০ চাকার যান


শনিবার,০৮/০৯/২০১৮
527

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:-

মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জের। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে জারি হয়েছে নয়া নির্দেশিকা। রাজ্যে ২০চাকার পণ্যবাহী গাড়ি যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর এর জেরেই নতুন করে বিপাকে পড়েছেন ভিন রাজ্যের কয়েকশো গাড়ি।পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামুন পুকুর ৬০ নং জাতীয় সড়কে ওড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ থেকে আসা বর্ডার এলাকা কলকাতার মাঝেরহাট ব্রিজ ভাঙার কারনে কলকাতা মুখি গাড়ি ঢুকতে পারবে না ।

জরুরি বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন । এর জেরে সকাল থেকে সার সার ভারি ১০ থেকে ২০ চাকার যান সারাদিন অটকে পড়ে । পুলিশ সুত্রে খবর যে রাত্রি ১১ টা হইতে ভোর ৪ টা পর্যন্ত কেবল মাত্র কলকাতা গামী গাড়ি গুলো ঢুকতে পারবে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট