অসুস্থ বাংলার তনয় ঋদ্ধিমান সাহা


শনিবার,০৮/০৯/২০১৮
790

বাংলা এক্সপ্রেস---

বাংলার ক্রিকেটীয় ইতিহাসে নতুন তারকা ক্রিকেটার দের মধ্যে তিনি অন্যতম। রঞ্জিম্যাচে তার রের্কড বরাবর ভালো।এছাড়া তিনি ভারতের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।তাকে বেশিরভাগ সময় উইকেটরক্ষক হিসাবে দেখা গেছে তাকে।আবার কখনো তার চওড়া ব্যাটিং ফুটে উঠেছে ২২ গজে।এই তারকা ক্রিকেটার এখন অসুস্থ।অসুস্থতাজনিত কারনে এর ফলে তার অস্ট্রেলিয়া সফর অনিশ্চিত। তাকে সুস্থ হতে প্রায় চারমাস সময় লাগবে।ঘরোয়া ক্রিকেটে আবার তাকে কবে নামবেন এদিন তা নিয়ে কোন কিছু জানা যায়নি। ভারতের উইকেট কিপার আবার কবে বাইস গজে দেখা যাবে তা এখনো অনিশ্চিত।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট