কৌশিকী অমাবস্যায় তারামা’ র আরাধনায় মহানগরী


রবিবার,০৯/০৯/২০১৮
1382

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কৌশিকী অমাবস্যায় তারামা’র আরাধনায় ভক্তরা মেতেছে সর্বত্রই। প্রতিবছরের মত এবছরও তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। কৌশিকী অমাবস্যা, তার ওপর রবিবার ছুটির আমেজ- ভক্তবৃন্দের আগ্রহটা অন্যবারের তুলনায় যেন একটু বেশিই। তবে শুধু তারাপীঠই নয়, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- সর্বত্রই যেন একই ছবি। মহানগরী কলকাতার বিভিন্ন অংশে রাত জেগে তারামা’র আরাধনা চলছে।

ভক্তি ভরে নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজার্চোনা শুরু হয়েছে। এদিন রাতে দক্ষিণ কলকাতার বাঘাযতীন লালকা মাঠ এলাকায় তারামায়ের আরাধনায় বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। হাজির হয়েছিলেন রানি রাসমনি পরিবারের বর্তমান বংশধর তথা রানি রাসমনির নাতবউ শ্যামলী দাস। সঙ্গে ছিলেন এস্টেট ম্যানেজার সঞ্জয় ডাইমা। রানিমা বলেন, আমাদের শপথ নিতে হবে মানুষে মানুষে ঐক্য গড়ে তোলার। একতার মধ্য দিয়েই দূর হবে সব বাঁধা।অন্ধকার দূর হয়ে আসবে নতুন সকাল। তারামা সকলের মঙ্গল করবে। কৌশিকী অমাবস্যায় ভক্তবৃন্দের ভিড় জমেছে বাঘাযতীন লালকা মাঠ পুজো মন্ডপে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট