রেললাইনের উপর থেকে এক বৃদ্ধাকে বাঁচিয়ে মানবিকতার নজর গড়লেন বিক্রমাদিত্য


রবিবার,০৯/০৯/২০১৮
479

আক্তরুল খাঁন---

হাওড়া: রবিবার সকালে হাওড়ার বাগনান ষ্টেশনে। ৭৫ বছরের এক বৃদ্ধাকে চলন্ত ট্রেনের সামনে থেকে বাঁচিয়ে মানবিকতার নজির গড়লেন এট কাগজ বিক্রেতা বিক্রমাদিত্য। জিআরপি সূত্রে খবর বাগনান থানার বাকশি গ্রামের বাসিন্দা আঙ্গুরবালা মাহাতো ছেলে ও বৌমার অত‍্যাচারে অতিষ্ট হয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন। আজ সকালে বৌমা লক্ষী মাহাতোর সঙ্গে তুমুল ঝগড়া হয়। এরপর তিনি বাকশি থেকে বাগনানে স্টেশনে এসে ডাউন লাইনে ছুটতে থাকেন ওই বৃদ্ধা। সেই সময় ডাউন হাওড়া পাঁশকুড়া লোকাল থেকে বাগনান স্টেশনে কাগজ নিয়ে নেমেছিলেন বছর চব্বিশের যুবক বিক্রমাদিত্য। বিষয়টি বুঝতে পেরে তিনি বিদ্ধার পিছনে ছুটতে থাকেন।

ততক্ষণে ডাউন লাইনে পাঁশকুড়া লোকাল ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে। সেই সময় ফিল্মি কায়দায় জীবনের ঝুঁকি নিয়ে ওই বৃদ্ধাকে টেনে নামান বিক্রমাদিত্য। ট্রেন তাদের পাশ থেকে চলে যায়। এরপর ওই বৃদ্ধাকে জিআরপি নিয়ে আসে। জিআরপি সব শুনে ছেলে আনন্দ মহাতো ও বৌমা লক্ষ্মী মহাতোকে ডেকে পাঠান। বিক্রমাদিত্যে জীবনের ঝুঁকি নিয়ে এরকম একটি কাজ করায় মানবিকতার নজির গড়লেন কয়েক হাজার মানুষের কাছে। তাকে অভিনন্দন জানিয়েছেন জিআরপির আধিকারিকরাও

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট