কলকাতা: আগামী কাল রাজ্যে সর্বাত্মক ভাবে বনধ পালিত হবে। মানুষ বনধকে সর্বতভাবে সমর্থন করছেন। আমরা রাস্তায় নামব। রবিবার সংবাদমাধ্যমককে স্পষ্ট জানালেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। তিনি বলেন, নৈতিক সমর্থনের কথা বলে তৃণমূল নাটক করছে। যে ভাবে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক কেলেকাঙ্কারি করে চলেছে তাতে করে মানুষ বিতশ্রদ্ধ। সাড়ে চার বছরে দেশে বাংবার যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটে চলেছে তাতে করে মানুষ চরম বিপদের সম্মুখীন। কালকের বনধ মানুষের স্বার্থে।
বনধ সর্বাত্মক হবে, আমরা রাস্তায় নামব: আশুতোষ
রবিবার,০৯/০৯/২০১৮
825

বাংলা এক্সপ্রেস---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: