অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ নষ্ট করল পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি দপ্তর


রবিবার,০৯/০৯/২০১৮
372

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:-

গ্রামে অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করল পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি দপ্তর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার কুসুমডহরি গ্রামে। জানা যায়, ঐ গ্রামের মহিলাদের বেশ কিছুদিন ধরে অভিযোগ ছিল, গ্রামের কয়েকটি বাড়িতে অবৈধভাবে চোলাই মদ তৈরি করে ব্যবসা চালাচ্ছে কয়েকটি পরিবার। এই চোলাই মদ খেয়ে এলাকার ছেলেরা অশান্তি করছে, মহিলাদের উত্যক্ত করছে বলে অভিযোগ ঐ সব গ্রামের মহিলাদের।

সেইমতো গোয়ালতোড় আবগারি বিভাগে অভিযোগ করে ঐ মহিলারা। সেই অভিযোগের ভিত্তিতে আজ ওসি অভিষেক কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কুসুম ধরি গ্রামে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গ্রামের একটি ফাঁকা মাঠ থেকে প্রায় ৪০ লিটার চোলাই মদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেই চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট