পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক পথদুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু


রবিবার,০৯/০৯/২০১৮
456

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:-

পশ্চিম মেদিনীপুরের ডেবরার গদাবাজারে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় একজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শুভেন্দু বেরা (৩৪), তাঁর বাড়ি পিংলার মুন্ডুমারী এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত্রি প্রায় ১০টা নাগাদ ওই ব্যক্তি বাইকে চেপে মুন্ডুমারী থেকে ডেবরার দিকে যাচ্ছিল। পথে গদাবাজার সংলগ্ন পুলের পাশে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

ডেবরার দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এই  ঘটনার পর গদাবাজার এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করেন।তাঁদের দাবি এলাকায় এই নিয়ে ১৯টি দুর্ঘটনা ঘটলেও এখানে কোন সিভিক ভোলেন্টিয়ার নেই। বা কোনও বেরিকেডের ব্যাবস্থাও নেই। অবিলম্বে এই ব্যবস্থা করতে হবে। পরে ডেবরা থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট