একাডেমিক সায়েন্স কালচার এণ্ড প্রমোশন সোসাইটির মেধা পরীক্ষা


রবিবার,০৯/০৯/২০১৮
913

রণজিৎ মণ্ডল---

একাডেমিক সায়েন্স কালচার এণ্ড প্রমোশন সোসাইটি রাজারহাট পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় মেধা সন্ধান পরীক্ষা -২০১৮ পালিত হল মহা সমারহে। এদিন রাজারহাট অঞ্চলে মেধা সন্ধান পরীক্ষা -২০১৮ অনুষ্ঠিত হল অম্বিকা সৌদামিনী বালিকা বিদ্যালয়(উ মা),চাঁদপুর উচ্চ বিদ্যালয় (উ মা) ও সপ্তগ্রাম সর্বেশ্বর উচ্চ বিদ্যালয় (উ মা ) এ। মোট পরীক্ষার্থী সংখ্যা ১৪৫০ জন। মূলত ২য় শ্রেণি থেকে ১০ম শ্রেণির পর্যন্ত ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে। ছাত্র-ছাত্রীদের উৎসাহ লক্ষ্য করার মত ।

সোমাইটির এক কর্মকর্তা জানান, মূলত গ্রাম বাংলার সুপ্ত প্রতিভা কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস আমাদের সংঘের। এত ছাত্র ছাত্রীর উৎসাহ, এবং অবিভাবক দের আগ্রহ আমাদের পরবর্তি পথ চলা কে উতসাহিত করবে।

 

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট