হুগলি: পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম ও কংগ্রেসের ডাকে ভারত বন্ধ চলছে। যদিও তৃণমূল এই বন্ধে অংশ গ্রহন করে নি কিন্তু বন্ধ কে সমর্থন করেছে।দিন দিন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে আজ সকালে কোতরং ধাসরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে মোদীর কুশ পুতুল পোড়ায় তৃণমূল যুব কংগ্রেস।
পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মোদীর কুশ পুতুল পোড়ালো তৃণমূল যুব কংগ্রেস
সোমবার,১০/০৯/২০১৮
509
সুমন করাতি---