কংগ্রেসের ডাকা বন্ধে কোনো রকম প্রভাব পড়লো না হাওড়া গ্ৰামীণ এলাকায়


সোমবার,১০/০৯/২০১৮
532

আক্তরুল খাঁন---

হাওড়া: পেট্রোল,ডিজেল,কেরোসিন ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রতিবাদে শুরু হয়েছে সারা ভারত বন্ধ। মূলত কংগ্রেস বন্ধের ডাক দিলেও সঙ্গে যোগ‍্য সঙ্গত দিচ্ছে বাম দলগুলি।কংগ্রেসের ডাকা বন্ধে কোনো প্রভাব দেখা গেল না হাওড়া জেলা গ্রামীণ এলাকায়। রাস্তায় কংগ্রেস সমর্থক দের দেখা না মিললেও বাম সমর্থক দের কিছু টা দেখা মিলেছে। আমতা বাস ষ্ট্যান্ডে সকাল ৮ টার আগে বেসরকারি বাস কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নৃত্য দিনের মোতো রুটে বাস চালু হয়ে যায়।

সরকারি বাসেরও পর্যাপ্ত পরিমাণে দেখা মিলেছে।আমতা বাস ষ্ট্যান্ডে সকাল ৯ টার সময় কিছু বাম সমর্থকেরা এসে গাড়ি বন্ধ কারার চেষ্টা করে।সঙ্গে সঙ্গে আমতা থানার পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়।বাগনান স্টেশনে কিছু বাম কর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। সকাল ৭ টা নাগাদ হাওড়া দাসনগর ষ্টেশনে বাম সমর্থকরা রেল লাইনের উপরে বসে পড়ে। আটকে পড়ে লোকাল ট্রেন থেকে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। সঙ্গে সঙ্গে পুলিশ এসে ছত্রভঙ্গ করে। তবে নৃত্য দিনের মতো আজ সেই রকম যাত্রীদের জনোজোয়ার চোখে দেখা মিলেছে না হাওড়া জেলা জুড়ে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট