হাওড়া পৌরসভার এক থেকে পঞ্চাশ নম্বর ওয়াড এবং 63 থেকে 66 নম্বর ওয়াড পযন্ত জন সরবরাহ বন্ধ থাকবে


মঙ্গলবার,১১/০৯/২০১৮
579

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: হাওড়া পৌরসভার পক্ষথকে জানানো হয়েছে গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার পযন্ত হাওড়া পৌরসভার এক থেকে পঞ্চাশ নম্বর ওয়াড এবং 63 থেকে 66 নম্বর ওয়াড পযন্ত জন সরবরাহ বন্ধ থাকবে। হাওড়া পৌরসভার এই কয়েকটি ওয়াডে জলের পাইপ লাইনের কাজ হচ্ছে সেই কারনে এই দুইদিন জল বন্ধ থাকবে হাওড়া পৌরসভার এলাকায়। বুধবার বেলা 12 থেকে বৃহস্পতিবার বেলা 12 টা পযন্ত, দূগা পুজো এবং ছট পুজোয় হাওড়া বাসিদের যাতে পানীয় জলের কোনো সমস্যা না হয়। এমন টাই জানিয়েছেন হাওড়া পৌরসভার বোরো চেয়ারম্যান সৈকত চৌধুরী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট