বিনা চিকিৎসায় গর্ভে থাকা সন্তান ও মায়ের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়া হসপিটালে


বুধবার,১২/০৯/২০১৮
514

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: বিনা চিকিৎসায় গর্ভে থাকা সন্তান ও মায়ের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়া হসপিটালে। অভিযোগ সোমবার রাতে প্রসব যন্ত্রনা নিয়ে হাওড়া হসপিটালে ভর্তি হয় হাওড়ার শরৎ চ্যাটার্জী রোডের বাসিন্দা আরতি সিংহ। রাতে যন্ত্রনা উপভোগ করলেও চিকিৎসকেরা কোনো রকম নজর দেয়নি। আজ দুফুরে গর্ভস্থ শিশুর মৃত্যু হয়। এরপর আরতি দেবীর ও শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। আরতি দেবীকে ভেন্টিলেশনে দেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। এরপরই আরতি দেবীর পরিবার ও আত্মীয়রা হসপিটালে বিক্ষোভ দেখতে শুরু কোরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। কয়েকদিন আগেও চিকিৎসার অভাবে একদিনে 2 শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল হাওরা হসপিটালের চিকিৎসকের বিরুদ্ধে ।

https://youtu.be/TPwEqLPwOOU

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট