আর পি এফ এর মারে যুবকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত আর পি এফ জওয়ান গ্রেপ্তার


বুধবার,১২/০৯/২০১৮
581

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:– স্টেশনের কাছে প্রস্রাব করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছিল কয়েকজন RPF জওয়ানদের বিরুদ্ধে।গত ২৯ শে জুলাই SSKM হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নাম দেবদাস কুণ্ডু। বাড়ি খগড়পুরে। এরপর ৩০ শে জুলাই ঝাড়গ্রাম RPF অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁর পরিবারের লোকজন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

গত ২৪ জুন বিনপুরের দহিজুরিতে গিয়েছিলেন দেবদাস। সেখান থেকে বাড়ি ফেরার জন্য ঝাড়গ্রামে স্টেশনে যান। সেই সময় স্টেশনের কাছে প্রস্রাব করায় কয়েকজন RPF জওয়ান তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, জরিমানার বদলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে প্রথমে তাঁকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় SSKM হাসপাতালে।

ঐ ঘটনায় মূল অভিযুক্ত পারভিন কুমার বুধবার ঝাড়গ্রাম জি আর পি থানায় গিয়ে আত্মসমর্পন করে ,এবং আজ তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট