অামরা অত্যন্ত আনন্দে আছি, গণেশ পুজোর উদ্বোধনো এসে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
684

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: বুধবার রাতে উত্তর কলকাতার এক গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হৃযেছিল লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। পুজো প্রাঙ্গনে মানুষেন স্বতঃস্ফূর্ততা দেখে বেজায় খুশি হন বর্ষীয়ান এই সাংসদ। তিনি বলেন, মানুষ খুব আনন্দে আছেন। আমরা খুব আনন্দে আছো। আমাদের উন্মাদনা, অনুষ্ঠানরন যে প্রাণ রয়েছে সে কথায় প্রমান করে।

সামনে দুর্গা পুজো।এভাবেই রাজ্যবাসী আনন্দ উৎসবের মধ্য দিয়ে এগিয়ে যাক। ঠনঠনিয়া যুবক বৃন্দ এইপুজোর আয়োজন করেছে। সব পুজোর আগে গণেশ পুজো সেই পরম্পরা বজায় রেখে এবছর সাত বছর পদর্পন করল এই ঠনঠনিয়া যুবক বৃন্দের পুজো। সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে

https://youtu.be/LFqD2WDhnFc

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট