বহিরাগত দুষ্কৃতী তাণ্ডবের জেরে অগ্নিগর্ভ নদীয়ার কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস


বৃহস্পতিবার,১৩/০৯/২০১৮
453

বাংলা এক্সপ্রেস---

নদীয়া: 6 ই সেপ্টেম্বর থেকে বিভিন্ন দাবী দাওয়ার ভিত্তিতে অবস্থান আন্দোলন চালানো ছাত্রচারীদের ওপর বহিরাগত দুষ্কৃতী তাণ্ডবের জেরে অগ্নিগর্ভ নদীয়ার কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।অভিযোগ,বুধবার সন্ধ্যায় হঠাৎই জনা 50 বহিরাগত মুখে কালো কাপড় বেঁধে কলেজ ক্যাম্পাসের ভিতর ঢুকে আন্দোলন রত ছাত্র ছাত্রীদের ওপর লাঠি আগ্নেয় অস্ত্র সহ বিভিন্ন জিনিস নিয়ে চড়াও হয়।

অভিযোগ,ছাত্রদের প্রচন্ড মারধরের পাশাপাশি মহিলাদেরও মারধর ও শ্লীলতাহানি করে ওই বহিরাগতরা।অভিযোগ,বারবার পুলিশ কে জানানোর পরও ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় পুলিশ।অভিযোগ,পুলিশের সামনেই আগ্নেয় অস্ত্র থেকে শুন্যে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় বহিরাগতরা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী ছাত্র।তাদের চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে।অন্যদিকে পুলিশ দেরিতে আসায় পুলিশ কে ঘিরেও বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।তাদের দাবি সমস্ত হামলাকারীদের গ্রেফতার না করা হলে বড় আন্দোলনে যাবে ছাত্র ছাত্রীরা।কলেজে যাতে নতুন করে কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য সজাগ রয়েছে পুলিশ প্রশাসন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট